১৪% কমতে পারে ডিটিএইচ-কেব্ল খরচ
চলতি বছরের প্রথম দিন কেব্ল টিভি ও ডিটিএইচ ক্ষেত্রে ট্রাই যে নয়া নির্দেশিকা প্রকাশ করেছে, তাতে গ্রাহকদের মাসিক টিভি দেখার খরচ ১৪ শতাংশ পর্যন্ত কমতে পারে। রেটিং সংস্থা ইক্রা তাদের সাম্প্রতিক এক রিপোর্টে এ কথা জানিয়েছে। গত বুধবার কেব্ল টিভি ও ডিটিএইচ পরিষেবায় যে সংশোধিত দর নির্দেশিকা ট্রাই জারি করেছে, তাতে বর্তমান দরের তুলনায় কম মূল্যে অধিক সংখ্যক চ্যানেল দেখার সুযোগ পাবেন গ্রাহকরা। আগামী ১ মার্চ থেকে নয়া নির্দেশিকাটি কার্যকর হবে। ওই নির্দেশিকা অনুযায়ী, কেব্ল অপারেটর, এমএসও ও ডিটিএইচ সংস্থাগুলি প্রথম ২০০টি চ্যানেলের জন্য গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ১৩০ টাকা (কর ব্যতীত) নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি (এনসিএফ) নিতে পারবে। ইক্রা-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মাসুলে এই পরিবর্তনের জন্য মাসিক ডিটিএইচ/কেব্ল টিভি দেখার খরচ গ্রাহকদের এখনকার থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমতে পারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ডিটিএইচ
- টিভি