নিন্দুককেও নিরাশ করবেন না মাহি
এনটিভি
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২০, ২১:১০
ভালোবাসার রং ছবি দিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নিজের ভালোবাসার রং ছড়িয়েছেন নায়িকা মাহিয়া মাহি। দেশের শীর্ষ নায়িকাদের অন্যতম তিনি। তাঁর নতুন খবর শোনার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। এত দিন ভক্তদের ভালো কাজ দিয়ে তুষ্ট করেছেন। এবার আরো ভালো করার প্রত্যয় তাঁর। অনেক দিন ধরেই মাহির নতুন ছবির খবরের অপেক্ষায় অনুরাগীরা। অবশেষে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন এ জনপ্রিয় নায়িকা। ছবির নাম ‘ব্লাড’। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। শিগগিরই শুরু হবে শুটিং। মাহি বলেন, ‘এবার নতুন রূপে দর্শকদের সামনে হাজির হব। ভক্তরা এত দিন আমাকে ইতিবাচক চরিত্রে দেখেছেন। ভক্তদের ভালোবাসায় আমি ইতিবাচক হয়েই হাজির হব।
- ট্যাগ:
- বিনোদন
- নিন্দুক
- নিরাশ
- মাহিয়া মাহি
- ঢাকা