You have reached your daily news limit

Please log in to continue


কানাডার টরন্টো ১৭তম নিরাপদ শহর

কানাডার টরন্টো বিশ্বের সেরা শহরগুলির মধ্যে একটি। নিরাপদ জীবন-যাপনের উপর বিবেচনা করে টরন্টোকে ১৭তম নিরাপদ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। ভ্যাঙ্কুবার ভিত্তিক একটি সংস্থা ২০২০ সালের জন্য এই জরিপ প্রকাশ করে। এছাড়াও সেরা দুইশ শহরের তালিকায় রয়েছে কানাডার আরও পাঁচটি শহর। সেগুলো ভ্যানকুভার ৪১তম, মন্ট্রিয়ল ৪৫তম, ক্যালগারি ৪৮তম, অটোয়া ৭৭তম এবং এডমন্টন ৮৩তম স্থানে। এদিকে, প্যারিস, নিউইয়র্ক ও টোকিওর মতো শহরকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে লন্ডন। বিশ্বের সেরা নিরাপদ শহরগুলোর মধ্যে আরও রয়েছে-লন্ডন, নিউইয়র্ক, প্যারিস, টোকিও, মস্কো, দুবাই, সিঙ্গাপুর, বার্সেলোনা, লস অ্যাঞ্জেল, হংকং সান দিয়েগো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন