গিবসের সঙ্গে একমত নন ফ্লেচার স্পোর্টসক্রিকেট - চ্যানেল আই অনলাইন ৭ জানুয়ারি, ২০২০ ১৯:২৭ বিপিএলের মাঝপথে সিলেট থান্ডারের কোচ হার্শেল গিবস বলেছিলেন, দলের খেলোয়াড়দের সঙ্গে ভাষাগত দূরত্ব মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার দাবি করেন, তার ইংরেজি বুঝতে পারছেন না বাংলাদেশের খেলোয়াড়রা। কোচের এমন কথার সঙ্গে একমত নন দলটির ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার। ‘আমি কোচ নই। তাছাড়া আমার সঙ্গে দলের সবার বোঝাপড়া ভালোই। তারা কিন্তু আমাকে বেশ ভালো বুঝতে পারে। একজন কোচের মুখ থেকে একথা (বাংলাদেশের খেলোয়াড়রা ইংরেজি বোঝেন না) শুনে বিস্মিত হয়েছি। দলের পারফরম্যান্সের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হয়। এজন্য কাউকে দোষারোপ করতে পারি না। আমি বিশ্বাস করি বাংলাদেশের সব খেলোয়াড়ই ইংরেজি বোঝে। বাংলাদেশ দলে তো বিদেশি কোচরাই কাজ করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.