![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/01/07/191946_bangladesh_pratidin_Sylhet-Pic-(Noble)-07_01.png)
সিলেটে এক সড়ক ঘিরে কৌতুহল!
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২০, ১৯:১৯
পরিপাটি সড়ক। মাথার উপরে নেই কোনো কেবল বা তারের জঞ্জাল। মনোরম এমন পরিবেশ, এমন দৃশ্য দেখা যায় উন্নত দেশে। প্রায় একই রকম দৃশ্য এখন দেখা যাচ্ছে সিলেটের একটি সড়কে। সেই সড়ক ঘিরে নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে কৌতুহল। জানা গেছে, সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ গেইট এলাকায় বৈদ্যুতিক লাইন নেওয়া হয়েছে মাটির নিচে
- ট্যাগ:
- বাংলাদেশ
- সড়ক
- কৌতূহল
- সিলেট জেলা