‘ইনশাআল্লাহ’ যুক্ত হলো জার্মান অভিধানে
এনটিভি
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২০, ২২:২০
‘ইনশাআল্লাহ’ একটি আরবি শব্দ। এর অর্থ ‘আল্লাহ যদি চান’। মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনো কাজ ভবিষ্যতে করতে চাইলে এই ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করে থাকেন। এবার ইনশাআল্লাহ শব্দটি জার্মান ভাষার অভিধানে যুক্ত করা হয়েছে। জার্মান ভাষার ওই অভিধানটির নাম ‘ডুডেন’। এর ওয়েবসাইটে গিয়ে ইংরেজিতে Inshallah লিখে সার্চ করলে ‘Inschallah’ লেখা আসে। যার অর্থে লেখা আছে, ‘wenn Allah will’। এর মানেও ‘আল্লাহ যদি চান।’ তুরস্কভিত্তিক বার্তা সংস্থা ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, ডুডেন অভিধানের অনলাইন সংস্করণে ‘ইনশাল্লাহ’ শব্দটি যুক্ত করা হলেও প্রিন্ট সংস্করণে শব্দটি ছাপা হবে কিনা তা নিয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো কিছ
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিধান
- ইনশাআল্লাহ
- জার্মানি