ভারতের দুর্বল অর্থনীতির প্রভাব বাংলাদেশে
যমুনা টিভি
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২০, ১৬:২৯
ভারতের দুর্বল অর্থনীতির প্রভাব পড়ছে বাংলাদেশে। রফতানি কমেছে প্রায় এক কোটি ডলারের। মূল্যস্ফীতি বাড়ায় দেশটি থেকে পণ্য এনেও সুফল মিলছে না। যদিও বাংলাদেশের নীতি নির্ধারকরা বলছেন, ভারতের অর্থনীতির নিয়ে শঙ্কিত না, সতর্ক হওয়া প্রয়োজন। রেমিট্যান্স ও বিনিয়োগে গতি থাকায় দীর্ঘ মেয়াদে বিপদে পড়ার সুযোগ নেই। যদিও অর্থনীতিবিদরা বলছেন, জিডিপি'র প্রবৃদ্ধি ভালো থাকলেও যে বিপদ আসে, ভারতের অভিজ্ঞতা থেকে তা শেখা উচিত বাংলাদেশের।