জাপানে ২৬ কোটি টাকার টুনা

বণিক বার্তা প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২০, ১২:০৯

নববর্ষের প্রথম দিনে টুনার নিলাম জাপানের বহু পুরনো ঐতিহ্য। এবছর প্রথম নিলামে তয়োসু মাছ বাজারে ২৬ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে বিশাল আকৃতির একটি ব্লু ফিন টুনা। খবর রয়টার্স। জাপানের আওমরি এলাকায় ধরা পড়েছিল ২৭৬ কেজি ওজনের টুনাটি। সেটি আনা হয় টোকিওর তয়োসু মাছ বাজারে। দাম ওঠে ৩১ লাখ ডলার। অর্থাৎ টুনাটির প্রতি কেজির দাম পড়েছে বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ৯ লাখ টাকা। সব ক্রেতাকে টেক্কা দিয়ে ওই মাছ কিনে নেন সুশি চেইন রেস্তোরাঁ সুশিজানমাইয়ের মালিক কিয়োশি কিমুরা। এবার ২০১৩ সালে গড়া নিজের রেকর্ডই ভেঙেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও