সিনেমায় অভিনয় করার ব্যস্ততায় দুই বছরেরও বেশি সময় ছিলেন টিভি নাটকের বাইরে। ‘আবার বসন্ত‘, ‘ইতি তোমারই ঢাকা’র পর ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার আরেকটি ছবি ‘কাঁঠবিড়ালি’। গ্লিটজের আমন্ত্রণে তিনি এসেছিলেন তার মিডিয়ার যাত্রা এবং নতুন ছবি নিয়ে কথা বলতে।
”আমার পিআর খুব খারাপ”- অর্চিতা স্পর্শিয়া
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২০, ১১:৫০
সিনেমায় অভিনয় করার ব্যস্ততায় দুই বছরেরও বেশি সময় ছিলেন টিভি নাটকের বাইরে। ‘আবার বসন্ত‘, ‘ইতি তোমারই ঢাকা’র পর ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার আরেকটি ছবি ‘কাঁঠবিড়ালি’। গ্লিটজের আমন্ত্রণে তিনি এসেছিলেন তার মিডিয়ার যাত্রা এবং নতুন ছবি নিয়ে কথা বলতে।