ভূমি জরিপের অস্বাভাবিক দীর্ঘসূত্রিতার কারণ ও প্রতিকার
বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, ১৮৮৫-এর বিধান অনুসারে ১৮৯০ থেকে ১৯৪০ সাল পর্যন্ত মোট ৫০ বছরে সমগ্র বাংলাদেশে (সিলেট ও পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) ভূমি জরিপ কাজ সমাপ্ত করা হয়, যা জরিপের ইতিহাসে সিএস জরিপ নামে অভিহিত। জেলাভিত্তিক পরিচালিত এই জরিপ কোনো কোনো এলাকায় ডিএস নামে অভিহিত। অত্যন্ত শুদ্ধ এই জরিপে প্রস্তুতকৃত স্বত্বলিপি (নকশা + রেকর্ড) আজ পর্যন্ত প্রামাণিক রেকর্ড হিসাবে আদালতসহ সর্বমহলে প্রায় অবিতর্কিত স্বত্বলিপি হিসাবে সমাদৃত। জেলাভিত্তিক পরিচালিত এই জরিপে কার্যক্রম এক জেলায় সমাপ্ত হলে অন্য জেলায় লোকবল স্থানান্তর করা হতো এবং জরিপের কাজ পরিচালনা করা হতো। সার্কিট পদ্ধতিতে পরিচালিত জরিপ কার্যক্রম গড়ে প্রতিটি জেলায় পাঁচ বছরে শেষ করা হতো।