
একশিরা রোগের চিকিৎসা
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২০, ০০:০০
একশিরা রোগটি সাধারণত হয়ে থাকে পুরুষের। পুরুষের অ-কোষের বাইরের দিকে এক ধরনের পর্দা থাকে, যাকে বলা হয় টিউনিকা ভেজাইনালিস। একশিরা হলো পুরুষের অ-কোষের চারপাশ ঘিরে থাকা একটি পানিপূর্ণ থলি, যেটির কারণে অ-থলি ফুলে যায়। এ পানি জমে থাকে অ-কোষের দুই আবরণের মাঝখানে। সাধারণত চল্লিশোর্ধ্ব মানুষের অ-থলিতে প্রদাহ বা আঘাতের কারণে হাইড্রোসিল হতে পারে। এ রোগে সাধারণত ব্যথা হয় না। তেমন ক্ষতিকরও নয়। অনেক সময় চিকিৎসার প্রয়োজন না-ও হতে পারে। তবে যদি অ-কোষ ফুলে যায়, তা হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।…
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ