‘মুক্তিযুদ্ধ’ শব্দটির যথেচ্ছ ব্যবহার পীড়াদায়ক
গত দশ বছরে ‘মুক্তিযুদ্ধ’ শব্দটি যে কতভাবে এবং কত ভঙ্গিমায় ব্যবহৃত হয়েছে, তার কোনো হিসাব নেই। এ শব্দটি যত না ভালো উদ্দেশ্যে ব্যবহার হয়েছে, তার চেয়ে বেশি ব্যবহৃত হয়েছে মতলববাজদের মতলব হাসিলের কাজে। এমন বহুবিদ ব্যবহার দেখে আমাদের মন খারাপ হলেও এর থেকে উদ্ধারের কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না।