দোষী সাব্যস্তের আগে গ্রেফতার না করার দাবি ইউপি চেয়ারম্যানদের
বণিক বার্তা
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২০, ০১:১৫
প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ আইনের ঊর্ধ্বে থাকতে চান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা। মামলা হলেও আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাদের গ্রেফতার বা বরখাস্ত না করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি। পাশাপাশি গ্রাম আদালতে দেওয়ানি ও ফৌজদারি উভয় মোকদ্দমায় ৩ লাখ টাকা জরিমানা বা ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতাও চেয়েছে তারা।