আওয়ামী লীগে নারী প্রার্থী মাত্র ২, বিএনপিতে ৪
ঢাকার দুই সিটির ১২৯টি সাধারণ ওয়ার্ডে মাত্র দুজন নারীকে কাউন্সিলর পদে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। আর বিএনপি সমর্থন দিয়েছে চার নারী প্রার্থীকে। এবার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোনো নারী মেয়র প্রার্থীও নেই। কোনো দল নারীদের মেয়র পদে মনোনয়ন দেয়নি, স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কেউ নির্বাচন করছেন না। বড় দুই দলের প্রার্থীসহ এবার সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ নারী। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে দুই সিটির সাধারণ ওয়ার্ডে নারী প্রার্থী ছিলেন ২৩ জন। সে হিসাবে এবার নারী প্রার্থীর সংখ্যা কমেছে। যদিও গত নির্বাচনের চেয়ে এবার ওয়ার্ড বেড়েছে ৩৬টি। নারী অধিকারকর্মীরা বলছেন, বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়টি এখনো মুখে মুখেই রয়েছে। রাজনৈতিক দলগুলো নারী প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করে না। আবার নারীরা নিজেরাও সরাসরি ভোটযুদ্ধে না নেমে সংরক্ষিত ওয়ার্ড বা সংরক্ষিত সংসদীয় আসনের দিকেই বেশি আগ্রহ দেখান। নারীদের আর্থিক ক্ষমতা কম হওয়াও নারী প্রার্থীর সংখ্যা কম হওয়ার একটি কারণ বলে তাঁরা মনে করছেন।