এ বার ভূ-কম্পন হিমাচলে, তীব্রতা ৩.৭
এইসময় (ভারত)
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২০, ২২:১৯
nation: শিমলা আবহাওয়া কেন্দ্রের ডিরেক্টর মনমোহন সিং জানান, বৃহস্পতিবার সন্ধে ৭.৩৮ মিনিটে ভূমিকম্প হয়। এদিনের ভূমিকম্পের উত্সস্থল লাহৌল ও স্পীতি জেলার উত্তরপূর্বে। গভীরতা ৫ কিলোমিটার।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- হিমাচল
- ভারত