ইউরোপের বুকেও রয়েছে শেরপা!
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২০, ১৯:০১
ইউরোপের শেষ শেরপারা প্রথাবিরোধী এক প্রতিযোগিতায় শামিল হয়েছেন৷ পিঠে ৬০ কিলো ওজন নিয়ে ৫০ জন পুরুষ প্রায় ছয় কিলোমিটার পথ পায়ে হেঁটে স্লোভাকিয়ার টাটরা পর্বতে উঠছেন৷ কার্পেথিয়ান শ্রেণির সবচেয়ে উঁচু অংশ সেটি৷ শেরপা শব্দটি শুনলে হিমালয়ে মালপত্র বহনকারী উপজাতি সম্প্রদায়ের কথা মনে হয়৷ হাই টাট্রা পর্বতের এই পুরুষরাও নিজেদের শেরপা বলেন৷ স্টেফান বাকর প্রতিদিন খাদ্য, পানীয় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাহাড়ের উপরে বিভিন্ন কুটিরে বয়ে নিয়ে যান৷ বছরে দু'বার টাটরা-র শেরপারা এক প্রতিযোগিতায় অংশ নেন৷ তাদের মধ্যে কে সবচেয়ে দ্রুত পাহাড়ে উঠতে পারে? স্টেফান মনে করেন, ‘‘ব্যাপারটা তেমন কিছু নয়, পুরোটাই মানসিক বিষয়৷
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উপজাতি
- শেরপারা
- ইউরোপ