৪ দিনের টেস্টের বিরোধীতায় মুখ খুললেন অজি তারকা স্পিনার
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২০, ০৯:২০
২০১৮ থেকে ধরলে পরিসংখ্যান বলছে ৬০ শতাংশ টেস্ট ম্যাচের নিষ্পত্তি হয়েছে চারদিনের মধ্যেই। আর এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই পাঁচদিনের পরিবর্তে টেস্ট ম্যাচকে চারদিনে কমিয়ে আনার ভাবনায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ২০১৭ সালেই আইসিসি’র তরফে স্বীকৃতি পেয়েছিল চারদিনের টেস্ট ম্যাচ। কিন্তু ক্রিকেটের গভর্নিং বডি’র এই পরিকল্পনাকে নিয়ে দু’ভাগ হয়ে গেছে ক্রিকেট মহল। পক্ষে-বিপক্ষে সুর চড়াচ্ছেন সাবেক থেকে বর্তমান ক্রিকেটাররা। এবার চারদিনের টেস্টের বিরোধীতায় মুখ খুললেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ন্যাথান লায়ন। তিনি চারদিনের টেস্ট নিয়ে নিজের মত পোষণ করেছেন। এই তারকা অজি স্পিনারের মতে, গত দশকে সেরা কিছু উত্তেজক টেস্ট ম্যাচ আমি খেলেছি যেগুলো পঞ্চমদিনে গড়িয়েছে।