কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হোয়াইটওয়াশ এড়াতে পারবে কিউইরা?

পার্থ ও মেলবোর্নে টানা দুই টেস্টে পরাজিত নিউজিল্যান্ড এখন হোয়াইটওয়াশের হুমকিতে। শুক্রবার ভোরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে চাইলে এ টেস্টে ন্যূনতম ড্র করতে হবে কেন উইলিয়ামসনের দলকে। যদিও এ টেস্টে অস্ট্রেলিয়া ছাড়াও কিউইদের সামনে ‘তৃতীয়’ প্রতিপক্ষ হিসেবে থাকবে সিডনির ধোঁয়া ও কুয়াশা।নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে বিভীষিকা ছড়াচ্ছে দাবানল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী শনিবার সিডনি টেস্টের দ্বিতীয় দিন ধোঁয়া ও কুয়াশার মাত্রা একটু বেশিই থাকবে। ক্রিকেটারদের মাঠের চ্যালেঞ্জের পাশাপাশি এ নিয়েও ভাবতে হবে। এ নিয়ে ক্রিকেট কর্মকর্তারাও সজাগ। পরিস্থিতি খারাপ হলে ম্যাচ বাতিলও হতে পারে। এ মাসেই দাবানলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ার কারণে ক্যানবেরায় বিগ ব্যাশের ম্যাচ বাতিল করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন