বিশ্ব উৎসব যখন বাঙালির ঘরে
আমরা বলি ইংরেজি নববর্ষ! কথাটি সঠিক নয়। খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ, শকাব্দ, হিজরি সন ইত্যাদিকে সহজীকরণের জন্য আমরা ইংরেজি সাল, বাংলা সন, আরবি সন নানা নামে অভিহিত করে থাকি। এটির কারণ সম্ভবত ২০০ বছরের ব্রিটিশ শাসনের প্রভাব আমাদের এত গভীরে প্রোথিত যে আমরা ব্রিটিশ কর্তৃক আমদানি করা সব কিছুকেই তাদের সৃষ্টি বলে ভেবে বসে আছি। অথচ এই অব্দের সূচনা প্রাচীন মিসরে।
- ট্যাগ:
- মতামত
- উৎসব
- নতুন বছর
- ইংরেজি নববর্ষ