অসুখী দম্পতি সজল-মিম!
এনটিভি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ২০:৪৫
সম্প্রতি নির্মিত হয়েছে খন্ড নাটক ‘এতটুকুই চেয়েছিলাম’। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা বিপু পাল। এতে অভিনয় করেছেন আবদুন নুর সজল, নাদিয়া মিম, রিদুয়ানা রিদু ও শাহরিয়ার। নাটকের গল্পে দেখা যাবে, সজল আর নাদিয়া মিমের দুই বছরের সংসার কোনো মতেই সুখের হচ্ছে না। সারাক্ষণ এটা ওটা নিয়ে ঝগড়া লেগেই থাকে। ফলে দুজন মিলে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। নিজেদের স্বার্থেই বিচ্ছেদের পথে পা বাড়ান। এক ছাদের নিচের জীবন থেকে আলাদা জীবনে ভিন্ন অভিজ্ঞতা শুরু হয় দুজনের। গল্প মোড় নেয় অন্যদিকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘এতটুকুই চেয়েছিলাম’। এ প্রসঙ্গে সজল বলেন, ‘ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করেছি। সব সময় আমি