![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2019/12/online/thumbnails/yIhKp79KnOWMkQ8470UYpJY8VklhNJ-5e0b378224557.jpg)
পরীক্ষা থাকবে, পদ্ধতি একটু সহজ করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
সমকাল
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:০৮
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এখনই উঠিয়ে দেওয়া হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার ২০১৯ সালের দুটি সমাপনী পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দেন। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।