ভোটের আগে বাড়ি তৈরিতে বড় সুবিধে পুরসভার, ৩ কাঠা জমিতে লাগবে না বিল্ডিং প্ল্যান

এইসময় (ভারত) প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১৯:১৯

kolkata news: পুরসভা সূত্রের খবর, এবার থেকে ৩ কাঠা জমিতে বাড়ি তৈরি করতে লাগবে না কোনও বিল্ডিং প্ল্যান। শুধু তাই নয়, ২০০ স্কোয়ার মিটার জমিতেও বাড়ি তৈরিতে লাগবে না কোনও প্ল্যান। অনলাইনে আন্ডারটেকিং দিলেই মিলবে ছাড়পত্র। সেইসঙ্গে দিতে হবে কেবল লাইসেন্স বিল্ডিং ছাড়পত্র ও স্যাংশন ফি। তবে তিনকাঠা হোক বা ২০০ স্কোয়ার মিটার জমিতে সর্বোচ্চ G+2 বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হবে। তার চেয়ে বেশি তলা তৈরি করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও