![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/10/23/c88b26d80cadd9dca94eba72a472c1a1-59ed527465826.jpg?jadewits_media_id=1043326)
থার্টি ফার্স্টে রাবি ক্যাম্পাসে সন্ধ্যার পর অনুষ্ঠান নয়
প্রথম আলো
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১৮:১০
৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সন্ধ্যা সাতটার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে প্রক্টর দপ্তর। এ বিষয়ে আজ সোমবার বিকেলে প্রক্টর মো. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিষয়টি ক্যাম্পাসে মাইকিং করে জানানো হয়েছে।