টেক্সাসে চার্চে হামলা: নিহত ২, গুরুতর আহত ১
                        
                            ইত্তেফাক
                        
                        
                        
                         প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৫২
                        
                    
                টেক্সাসের ফোর্ট ওর্থের উপকণ্ঠে হোয়াইট সেটেলমেন্টের ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টে রবিবার প্রার্থনা চলাকালে স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এক বন্দুকধারী গুলি করে। এ ঘটনায় দুইজন নিহত হয়। এ ছাড়াও গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস।
- ট্যাগ:
 - আন্তর্জাতিক
 - হামলা
 - দস্যু নিহত
 - আহত
 - টেক্সাস