ফোন নয়, পরিবারের সঙ্গে সরাসরি কথোপকথন বাড়াতে বললেন পোপ

এনটিভি প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫

মোবাইল ফোন রেখে রাতের খাবার টেবিলে সরাসরি কথাবার্তা বলার পরামর্শ দিয়েছেন পোপ ফ্রান্সিস। যিশুখ্রিস্ট, মেরি ও যোসেফের উদাহরণ দিয়েছেন তিনি। তাঁরা প্রার্থনা করতেন, কাজ করতেন এবং একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন। গতকাল রোববার ভ্যাটিক্যান সিটির সেইন্ট পিটার্স স্কয়ারে বিশাল জমায়েতে বক্তৃতাকালে পোপ এসব কথা বলেন। তিনি বলেন, পরিবারের লোকজনের সঙ্গে আমাদের সরাসরি কথোপকথন বা যোগাযোগ বাড়াতে হবে। পোপ নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো ভালোমতোই ব্যবহার করেন। এমনকি সাক্ষাৎপ্রার্থীদের অনেককে নিজের সঙ্গে সেলফি তোলার অনুমতিও দেন। শুধু টুইটার অ্যাকাউন্টেই এক কোটি ৮০ লাখ অনুসারী রয়েছে পোপ ফ্রান্সিসের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও