জাগ্রত হোক জীবনবোধ

ইত্তেফাক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭

মানুষ পৃথিবীতে জন্ম নেয়। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত বেড়ে ওঠে এবং একসময় মৃত্যুকে আলিঙ্গন করে। বাস্তব পক্ষে মৃত্যুর মতো সত্য আর পৃথিবীতে কিছু নেই। মৃত্যুকে সত্য জেনেও মানুষ একটার পর একটা লোভের চোরাবালিতে আবর্তিত হয়। এই লোভ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকে। এটিকে থামানো কেবল কঠিন নয়, দুঃসাধ্যও বটে। সম্পদ আর অর্থ উপার্জনের নেশা মানুষকে পেয়ে বসে। হোক না সেটা বৈধ কিংবা অবৈধ। পতঙ্গ যেমন ভ্রান্তিবিলাসে ভুগে আগুনকে আলিঙ্গন করে, মানুষ তেমনি লোভের নেশায় বুঁদ হয়ে আত্মঘাতী হয়ে ওঠে। এতটাই লোভ মানুষকে নিয়ন্ত্রণ করে যে মানুষ বুঝতেও পারে না সে ক্রমশ লোভের ক্রীতদাসে পরিণত হয়। মানুষ থেকে ধীরে ধীরে লোভী মানুষে তার রূপান্তর ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও