তামিলনাড়ুতে তিন হাজার মানুষের ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা
এনটিভি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ১৫:২৫
ভারতের তামিলনাড়ু রাজ্যে পাঁচ জেলার দলিত সম্প্রদায়ের প্রায় তিন হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন। আগামী মাসে (জানুয়ারি) তাঁরা আনুষ্ঠানিকভাবে মুসলিম হবেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট ডট ইন এক প্রতিবেদনে জানায়, দলিত সম্প্রদায়ের ওই মানুষদের অভিযোগ, বহুদিন ধরে তাঁরা উচ্চ বর্ণের মানুষের দ্বারা নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। ‘তামিল পুলিগাল কাটচি’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। গত ৫ ডিসেম্বর তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাতুরে ভারি বর্ষণের কারণে ২০ ফুট উঁচু একটি দেয়াল ধসে দলিত সম্প্রদায়ের ১৭ জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার বিচার চেয়ে আন্দোলন করে আসছে সংগঠনটি। বিচার