মোনাজাতউদ্দিন, প্রেরণা হয়েই থাকুন
মোনাজাতউদ্দিন বেঁচে আছেন তাঁর লেখনীর মাঝে। হাজারো পাঠক আজও তাঁর শূন্যতা অনুভব করেন। অনুসারী আর সংবাদকর্মীদের মাঝে তিনি বেঁচে আছেন শিক্ষক হিসাবে। জীবদ্দশায় শিখিয়ে গেছেন। প্রয়ানের পরেও তাঁর লেখা বইপত্র, আর সংবাদগুলো আমাদের বার বার সেই ধারায় নিয়ে যায়। হয়তো প্রতিবেদন লেখার আরও অনেক পরিকল্পনা ছিল তাঁর। ইচ্ছে ছিল আরও কিছু দেওয়া। হয়নি সে আশা পূরণ। নিষ্ঠুর নিয়তি সেসব পরিকল্পনা বাস্তবায়িত হতে দেয়নি। মোনাজাতউদ্দিন আমাদের মাঝে নেই; কিন্তু তাঁর শতেক অনুসারী বেঁচে আছেন। তারাই হয়তো গ্রাম সাংবাদিকতার সেই আদর্শ সমুন্নত রাখতে এগিয়ে আসবেন। হ্যাঁ, আজ ২৯ ডিসেম্বর, চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২৪তম প্রয়াণ দিবস। ১৯৯৫ সালের এই দিনে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে চির বিদায় নেন তিনি। আমরা তাঁকে ভুলিনি। আজও তার লেখা থেকে শিখছি।