ক্রিকেট কাঁপিয়ে দেওয়া ধর্মঘটের বছর

ইত্তেফাক প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৭:২১

মহাকালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরেকটি বছর। বিগত বছরগুলোর মতোই স্মৃতির আয়নায় ২০১৯ সালকে খুঁজে ফিরবে গোটা দুনিয়া। বছরের শেষান্তে এসে ফিরে দেখা ২০১৯ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিধি এবার শুধু ২২ গজের জয়-পরাজয়, সাফল্য-ব্যর্থতায় সীমাবদ্ধ ছিল না। অক্টোবরের তৃতীয় সপ্তাহে ক্রিকেটারদের নজিরবিহীন ধর্মঘট কাঁপিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। সাকিব আল হাসানের নেতৃত্বে ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট খবরের শিরোনাম হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমেও। তিন দিনের শ্বাসরুদ্ধকর অচলাবস্থার অবসান হয়েছিল বিসিবি- ক্রিকেটারদের সমঝোতার মাধ্যমে। ধর্মঘট ছাড়া বড়ো কোনো আলোচিত বিষয় ছিল না ঘরোয়া ক্রিকেটে। তবে গত কয়েক বছরের মতো ঢাকার ক্লাব ক্রিকেটের নীচের লিগগুলোতে আম্পায়ারিং বিতর্ক, ম্যাচ কেনাবেচার মতো আলোচনা মাঝে-মধ্যে আলোড়ন তুলেছে। কিন্তু কর্তা ব্যক্তিদের উদাসীনতায় সেসবের প্রতিকার পরিলক্ষিত হয়নি। জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়েছিল বছরের শুরুতে। এছাড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগ ভালোভাবে সম্পন্ন হয়েছে। টি-২০ ফরম্যাটে ক্রিকেটারদের অভ্যস্ততা বাড়াতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-২০ লিগও এই বছর আয়োজন করেছিল বিসিবি। তবে এই বছর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) অনুষ্ঠিত হয়নি। কারণ ২০১৮-১৯ মৌসুমের বিসিএল ২০১৮ সালের শেষ দিকে হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও