দেশের মুসলিম-খ্রিস্টানদের জন্য ‘নতুন’ কোরান, বাইবেল আনবে চিন!
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৬
মুসলিমদের দাড়ি রাখায় আপত্তি জানানো বা তাঁদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান বাজেয়াপ্ত করা নিয়ে বিতর্কের মুখে পড়েছিল চিন। এবার ইসলাম ধর্মের 'চৈনিক সংস্করণ' প্রকাশে নয়া পরিকল্পনা শি জিনপিংয়ের সরকারের। যা অনুযায়ী, চিনের সংস্কৃতি ও শাসক কমিউনিস্ট পার্টির চিন্তাভাবনার সঙ্গে মানানসই করতে কোরানের নয়া সংস্করণ প্রকাশ করতে চলেছে বেজিং। চিনের শিনহুয়া (Xinhua) নিউজ এজেন্সির খবর অনুযায়ী, শুধু ইসলাম নয়, একইভাবে বাইবেলের নয়া সংস্করণও প্রকাশ করা হবে।