রাতের তাপমাত্রা আরও কমবে
সমকাল
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৪২
শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে জেঁকে বসেছে শীত। দেশের উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে রাতের তাপমাত্রা আরও কমবে।শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি যে বৃষ্টি ছিল, তা আর নেই। তবে দেশের উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে।