এবারও হাওরের ফসল ভেসে যাবার দুশ্চিন্তায় চাষিরা
যমুনা টিভি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৫৬
চলতি বছরও সুনামগঞ্জের অধিকাংশ হাওরেই শুরু হয়নি ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ। ১৫ ডিসেম্বর শুরুর কথা থাকলেও সময়মতো তা না হওয়ায় ফসল হারানোর শঙ্কায় চাষিরা। তারা বলছেন, এবারও বানের পানি আসার আগে বাঁধ তৈরি করা না হলে ভেসে যাবে তাদের ফলানো ফসল। সময়মতো বাধের কাজ শুরু না হওয়ার পেছনে প্রকল্প বাস্তবায়ন কমিটির অনিয়মকে দায়ী করছে তারা।
- ট্যাগ:
- ভিডিও
- ফসল
- হাওর
- হাওরের বাঁধ
- সুনামগঞ্জ