কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১১ খ্রিস্টানকে ‘শিরশ্ছেদের ভিডিও’ প্রকাশ করেছে আইএস

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

আইএস এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত অক্টোবরে সিরিয়ায় তাদের নেতা ও মুখপাত্রকে হত্যার বদলা নিতেই তারা যে পাল্টা হামলা ও অভিযান চালাতে ক্যাম্পেইন শুরু করার ঘোষণা দিয়েছিল এই হত্যাকাণ্ড তারই একটা অংশমাত্র। হত্যার শিকার ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও আইএস জানিয়েছে যে হত্যার শিকার ওই খিষ্টান ধর্মাবালম্বীর সবাই পুরুষ। আইএস বলছে, গত সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোরনো থেকে তাদের আটক করা হয়। আর ৫৬ সেকেন্ডর ওিই ভিডিওটি প্রকাশ করেছে আইএস-এর সংবাদ সংস্থা আমাক। ভিডিওটি প্রকাশ করা হয়েছে গত ২৬ ডিসেম্বর। বিশ্লেষকরা বলেছেন, এটা স্পষ্ট যে খিষ্টানদের বড়দিন উদযাপনকে লক্ষ্য করে ঘটানো হয়েছে। ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে অপরিচিত এক খোলামেলা জায়গায়। আটক ১১ জনের মধ্যে একজনকে গুলি করে এবং বাকি ১০ জনের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও