ATM থেকে টাকা তুলতে লাগবে OTP, ১ জানুয়ারি থেকে SBI-এ চালু নয়া নিয়ম
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৫
business news: নতুন এই ব্যবস্থায় ১০,০০০ টাকার বেশি নগদ তুলতে গেলেই গ্রাহকের রেজিস্ট্রার মোবাইল নম্বরে একটি OTP যাবে। এই OTP দিয়েই তুলতে হবে টাকা। আপাতত রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই OTP-র সুবিধা পাওয়া যাবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- এটিএম
- ভারত