বছরের আলোচিত পাঁচ গান
দৈনিক আজাদী
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৭
অ্যালবাম প্রথা প্রায় বিলুপ্ত। চলছে একক গানের দিনকাল। এর মধ্যে আবার মন্দা গান বাজারে পার হলো প্রায় পুরোটা বছর। এক কথায়, থমকে আছে সংগীতাঙ্গন। অন্যদিকে চলচ্চিত্রের অবস্থাও নাজুক। তাই চলতি বছর অডিও-সিনেমা থেকে আশানুরূপ জনপ্রিয় গান পাওয়া যায়নি। এই অস্থির সময়েও হাতেগোনা কিছু গান শ্রোতামহলে সাড়া ফেলেছে। এর মধ্য থেকে অডিও-সিনেমা মিলিয়ে বছরের আলোচিত পাঁচটি গান। খবর বাংলানিউজের। লক্ষ্মীসোনা : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমায় গাওয়া হৃদয় খানের গান ‘লক্ষ্মীসোনা’। ৩ জানুয়ারি গানটি প্রকাশ পায় আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে। বর্তমানে গানটির ভিউয়ার ২ কোটি ৭০ লাখেরও বেশি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে