এলিট ক্লাবে অ্যান্ডারসন
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:১৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে নেমেই এলিট ক্লাবের সদস্য হলেন ইংল্যান্ডের ডানহাতি পেসার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন অ্যান্ডারসন। তবে বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে আট খেলোয়াড় ১৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন। তাদের মধ্যে কেউ-ই পেস বোলার ছিলেন না।