২০১৯ সালের সেরা ১০ ছবি
বছর প্রায় ফুরিয়ে গেছে, আরও স্পষ্ট করে বললে ৯৮ ভাগ শেষ। বছরটি বিশ্ব চলচ্চিত্রের জন্য কেমন ছিল, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সবাই অন্তত একটি বিষয়ে একমত পোষণ করেছেন। আর সেটা হলো বিনোদনমাধ্যম হিসেবে চলচ্চিত্র বেশ বদলেছে, যুক্ত হয়েছে বেশ কয়েক স্তরের পরত। সিনেমা এখন কতটা ‘বিগ স্ক্রিন’ (বড় পর্দা) আর কতটা ‘মাইক্রোস্ক্রিন’–এর (মুঠোফোনের), তা নিয়েও চলছে বিতর্ক। বিশেষ করে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা বদলে দিয়েছে অনেক হিসাব–নিকাশ। টাইম ম্যাগাজিনের মতে, ব্যবসা ও শিল্প মিলিয়ে ২০১৯ সাল বিশ্ব চলচ্চিত্রের জন্য খুবই ভালো গেছে। এ বছরই ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ‘অ্যাভাটার’কে হটিয়ে বিশ্বের সবচেয়ে অর্থ উপার্জনকারী ছবি হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। (এই তালিকার বেশ কয়েকটি ছবি নেটফ্লিক্সের, তবে স্বল্প পরিসরে হলেও আন্তর্জাতিক উৎসব আর বড় পর্দায় মুক্তি দেওয়ার জন্য ছবিগুলোকে বিবেচনায় আনা হয়েছে)।