সিলেটে যাত্রীসেবার ব্রত নিয়ে চালু হয়েছে 'নগর এক্সপ্রেস' বাস সার্ভিস। বুধবার আড়াইটায় নগর ভবনে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় তিনি বলেন, নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু আমাদের জন্য অনেক বড় অর্জন। যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে বলে আমার প্রত্যাশা। ড. মোমেন আরো বলেন, সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে আরো প্রকল্প হাতে নেয়া হয়েছে। চলমান ট্রেনগুলোতেও উন্নতমানের বগি সংযোজন করা হবে। শিগগিরই সিলেট থেকে চট্টগ্রামে নতুন ট্রেন চালু হবে। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর তৌফিক বকস লিপন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.