হাঁপানির কষ্ট থেকে মুক্তি মিলবে ধুতরার ফুল ও পাতায়!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৩
গ্রাম বাংলার একটি অতি পরিচিত গাছ এটি। নাম ধুতরা গাছ। ধুতরা গাছের ফুলের সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম। গাছের শাখা-প্রশাখার অগ্রভাগে ফুল ধরে, সাদা জাতের ধুতরা গাছে সাদা ফুল এবং কালো জাতের ধুতরা গাছে সাদা-বেগুনী মিশ্র রঙের ঊর্ধ্বমুখী ফুল ফোটে।