আজ শুভ বড়দিন
গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা। ভেতরে ক্রিসমাস ট্রি। চারদিকে উৎসবমুখর পরিবেশ। এই উৎসব বলছে, আজ শুভ বড়দিন। বিশ্বজুড়ে ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায় তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদ্যাপন করে, যা বড়দিন নামেও পরিচিত। খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের এক গোয়ালঘরে যিশুখ্রিষ্টের জন্ম হয়। সেই স্মৃতি স্মরণ করে রাজধানীর গির্জাগুলোতে প্রতীকী গোয়ালঘর তৈরি করা হয়েছে। খ্রিষ্টধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মাবলম্বীরাও আজ আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করবেন। আজ বুধবার বড়দিন উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। বড়দিনের উৎসব ঘিরে আজ খ্রিষ্টান পরিবারে কেক তৈরি হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন।