পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে, উদ্বিগ্ন ৭৮ শতাংশ তরুণ
প্রথম আলোর তারুণ্য জরিপ ২০১৯ অনুযায়ী, ৭৮ দশমিক ১ শতাংশ তরুণ মনে করেন, মা-বাবার সঙ্গে সন্তানের দূরত্ব বাড়ছে। মা-বাবা দুজনই কর্মজীবী হলে সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। এ কারণেও দূরত্ব বাড়ছে বলে তরুণদের অনেকে মনে করেন। তবে মা–বাবার সঙ্গে সন্তানের দূরত্ব বাড়ছে—তরুণদের মধ্যে এই ধারণা দুই বছর আগের চেয়ে কিছুটা কমেছে। ২০১৭ সালে প্রথম আলোর তারুণ্য জরিপে অংশ নেওয়া ৮৫ দশমিক ৭ শতাংশ তরুণ বলেছিলেন, মা–বাবার সঙ্গে সন্তানের দূরত্ব বাড়ছে। মনোরোগ বিশেষজ্ঞরা মনে করেন, সন্তানেরা এখন নিজেদের সমস্যার কথা মা–বাবাকে আগের চেয়ে সহজে খুলে বলতে পারে, তবে এটি সব ক্ষেত্রে নয়। একান্ত ব্যক্তিপর্যায়ের আলোচনাগুলো সন্তানেরা এখনো বাইরে বন্ধুবান্ধব বা অন্য কারও সঙ্গে ভাগাভাগি করে। সন্তানের আবেগকে গুরুত্ব দিতে হবে, তাদের নিজস্ব পরিমণ্ডলে অভিভাবকদের অংশ নিতে হবে। সন্তানদের সঙ্গে অভিভাবকদের একটি মানসিক যোগাযোগ থাকতে হয়।