বন্ধুকে বিয়ে শবনম ফারিয়া ও সাবিলা নূরের বছরের শুরুর দিকে ফেব্রুয়ারিতে একটি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হারুনুর রশীদ অপুকে বিয়ে করেন ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। আনুষ্ঠানিকভাবে ‘কবুল’ বলার বছরখানেক আগেই আংটিবদল করেছিলেন তারা।পরিচয় তারও আগে; ২০১৫ সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। কথায় কথায় গড়ে উঠা বন্ধুত্ব দুই পরিবারের সম্মতিতে পরিণয়ে রূপ নেয়। ফারিয়ার মতো ছোটপর্দার আরেক পরিচিত মুখ সাবিলা নূরও বিয়ে করেছেন বন্ধুকে; বর নেহাল সুনন্দ তাহের পেশায় একটি বেসরকারি টিভি চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী।বিয়ে করে পরবাসী ঈশানা অস্ট্রেলিয়া প্রবাসী উপস্থাপক-প্রকৌশলী সারিফ চৌধুরীকে বিয়ে করে সেই দেশে স্থায়ীভাবে বাস করছেন ঈশানা খান; জুলাইয়ে বিয়ের পর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। স্বামী-সংসার নিয়ে সিডিনিতেই স্থায়ী হওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।ক্যাকটাস’র ভোকালিস্ট সাকির সঙ্গে এশার সংসার কলকাতার শ্রোতাপ্রিয় ব্যান্ড ক্যাকটাস’র ভোকালিস্ট ও গীতিকার সাকি ব্যানার্জির সঙ্গে অক্টোবরে মালাবদল করেছেন নাসিরউদ্দিন ইউসুফ-শিমুল ইউসুফের মেয়ে এশা ইউসুফ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.