You have reached your daily news limit

Please log in to continue


সৃজিতের হাতে উঠলো বছরের সেরা ছবির পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল সৃজিতের ‘এক যে ছিল রাজা’ সিনেমাটি। ৬৬তম কলকাতা চলচ্চিত্র উৎসবের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করেছেন সৃজিত মুখার্জি। দিল্লির বিজ্ঞান ভবনে এই আয়োজনে উপস্থিত ছিলেন ভারতের উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সাধারণত, রাষ্ট্রপতি এই সম্মান দেন, কিন্তু এবারে রাষ্ট্রপতি অসুস্থ থাকায় সবার হাতে পুরস্কার তুলে দিয়েছেন উপরাষ্ট্রপতি। পুরস্কার পাওয়ার পরে মঞ্চ থেকেই ভক্তদের উদ্দেশ্যে তার পুরস্কার পাওয়ার ছবি পোস্ট করেছেন সৃজিত নিজেই। এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এক যে ছিল রাজা’ নির্মাণ করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। গত বছরের দুর্গা পূজায় ছবিটি মুক্তি পায় ভারতে। ‘এসভিএফ ফিল্মস’ এর ব্যানারে তৈরি হওয়া এই ছবির মূল চরিত্র রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় আছেন যিশু সেনগুপ্ত। ভাওয়াল রাজার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন জয়া। ভাওয়ালের জমিদারের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হয় মাত্র ২৫ বছর বয়সে এক বিশেষ অসুখে। সে সময় তার সৎকারও করা হয়। কিন্তু ১২ বছর পর তিনি আবারও ফিরে এলে শুরু হয় সম্পত্তি নিয়ে লড়াই আর সেই মামলা চলে ১৬ বছর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন