![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/12/23/ac2bab0beb0ed0afca115c54d5cea4ce-5e00c6e959eea.jpg?jadewits_media_id=1495144)
‘মা ম্যারি’ মৌটুসী
প্রথম আলো
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২
বড়দিন উপলক্ষে নির্মিত হলো ডকুফিল্ম ‘যিশু এসেছিলেন, আসবেন’। কাহিনিচিত্রের আদলে যিশুখ্রিষ্টের আগমন ও তাঁর পুনঃ আগমনের বার্তাকে উপজীব্য করে নির্মিত ডকুফিল্মে তাঁর জীবন ও আদর্শবাণী ফুটিয়ে তোলা হয়েছে বলে জানালেন নির্মাতা কামরুল হাসান।