কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কেমন হলো দাবাং থ্রি?

গত শুক্রবার ভারতের তিন হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দাবাং থ্রি’। হিন্দি ভাষার পাশাপাশি কন্নড়, তামিল ও তেলুগুতেও ডাবিং করা হয়েছে ছবিটি। মুক্তির আগেই নানা কারণে আলোচনায় ছিল ‘দাবাং থ্রি’। সাড়া ফেলেছিল সিনেমার টিজার, ট্রেলার, গান। সব মিলিয়ে ছবিটির ভালো ব্যবসা হবে বলেই মনে করেছিলেন সংশ্লিষ্টরা। ‘দাবাং থ্রি’তে সালমানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। এই ছবিতে আরও রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না। এর আগে ‘দাবাং’-এর দুই ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড-কারখানা দেখেছেন সিনেদর্শক। তবে চুলবুল পাণ্ডের এই দৌর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হযে ওঠার নেপথ্যের কাহিনিটা দেখানো হয়েছে এই পর্বে। ছবিতে দেখ যায়, চুলবুলের এই চুলবুল হয়ে ওঠার এই লম্বা গল্পটি আগের ছবিগুলোর মতোই চর্বিতচর্বণ। এই ছবি দর্শককে নিয়ে যাবে সেই কোনো কালে। দাবাং থ্রি হলো সেই জাতীয় ছবি যেখানে নায়ক যদি নায়িকার রক্ষাকর্তা হিসেবে নিজেকে ঘোষণা করে, তবে সেটাতে আপত্তির কিছু নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন