গত বৃহস্পতিবার ছায়ানট ভবনে শুরু হয়েছিল শুদ্ধ সংগীত উৎসব। শুক্রবার ছিল ছায়ানটের উৎসবের সমাপনী দিনের আয়োজন। এদিন সন্ধ্যা থেকে রাতভর চলেছে সংগীতাসর। কণ্ঠ ও যন্ত্রসংগীতের সম্মিলনে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জমাটি শীতে দারুণ কেটেছে শ্রোতার সময়।