You have reached your daily news limit

Please log in to continue


রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে কেন পরিবর্তন আসে না?

বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশে রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয় না৷ আওয়ামী লীগের কাউন্সিলের সময়ে আবারও তার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন তারা৷ রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের এই পরিস্থিতি কেন? এর জবাবে রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী বলেন, ‘‘ঐতিহাসিকভাবে সবচেয়ে সবল দল হলো আওয়ামী লীগ৷ সেই আওয়ামী লীগের ভিতরেই নেতা-নেত্রীরা বলবেন, সবকিছু জানেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী আমাদের দেশে সবচেয়ে সবল প্রধানমন্ত্রী৷ কিন্তু দলের ভিতরে দ্বিতীয় কেউ নাই, যে বলতে পারেন, হ্যাঁ, আমি দ্বিতীয়৷ আর সবাই দুর্বল৷ শেখ সাহেবের কাছাকাছি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম৷ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি কেউ আছে এটা তো খুঁজে পাওয়া যায় না৷'' তার মতে, ‘‘দলের নেতারাও দলের ভেতরে গণতন্ত্র চান না, কারণ, তারা চান কানেকশন৷ তারা যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান সংহত করতে চান৷ কারণ, এখানে মেধার ভিত্তিতে কিছু হয় না, হয় যোগাযোগের ভিত্তিতে৷'' আর বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের চেয়ে সম্ভবত বিএনপির অবস্থা আরো খারাপ৷'' এদিকে নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন আরেক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ কিন্তু উপমহাদেশে শুধু বাংলাদেশ নয়, ভারতসহ আরো কয়েকটি দেশে রাজনৈতিক উত্তরাধিকারকে গুরুত্ব দেয়া হয় বলে জানান তিনি৷ তিনি মনে করেন, এর ভালো-খারাপ দুই দিকই আছে৷ খারাপ দিক হলো, নেতৃত্বের বিকাশ ঘটে না৷ তবে অনেক সময় ভুল নেতৃত্ব নির্বাচনের আশঙ্কা থেকে রেহাই পাওয় যায়৷ অধ্যাপক ইমতিয়াজ বলেন, ‘‘মাঝেমধ্যে সংকটের সময় এই প্রবণতা ভাঙার চেষ্টা করা হয়েছে৷ নতুন নেতৃত্ব আনার চেষ্টা হয়েছে৷ কিন্তু সফল হয়নি৷ দেখা গেছে আর পুরনো নেতৃত্বের ওপরই নির্ভর করা হয়েছে শেষ পর্যন্ত৷'' তার মতে, এটা যে শুধু বাংলাদেশের রাজনৈতিক দলের প্রবণতা, তা নয়৷ এনজিও, ব্যবসা প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম সবখানেই এক ব্যক্তিনির্ভরতার প্রবণতা৷ এটা একটা সামগ্রিক সংকট৷''
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন