সংবাদপত্রের স্বাধীনতা পাঠকের হাতেও
নিজে আমি সংবাদপত্রের লোক নই, এই অর্থে যে পেশাগতভাবে আমি সংবাদপত্রে কখনো কাজ করিনি; ইচ্ছে ছিল সাংবাদিক হওয়ার, হওয়াটা হয়ে ওঠেনি; কিন্তু আমি সংবাদপত্রের জগতের লোক বৈকি। পাঠক হিসেবে এবং লেখক হিসেবে। লেখক হিসেবে যুক্ত থাকাটা একটি অতিরিক্ত পাওনা, কিন্তু শুধু যদি পাঠকই হতাম ও থাকতাম, তাহলেও নিজেকে সংবাদপত্রের জগতের লোক মনে করতাম। আমি একা নই, ব্যতিক্রম নই, সংবাদপত্রের অগুনতি পাঠকও নিজেদের সে-ভাবেই দেখেন।
- ট্যাগ:
- মতামত
- পাঠক
- লেখক
- সংবাদপত্র
- সংবাদপত্রের স্বাধীনতা