খ্যাতির আড়ালে হারানো বাঙালি বিজ্ঞানী বিভা চৌধুরীর নামে এবার তারার নাম
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১৩:০৮
nation: বিভা নামের এই তারাটির যে গ্রহ বা এক্সোপ্ল্যানেট তার নাম রাখা হয়েছে সংস্কৃত শব্দ সান্তামাসা, যার অর্থ মেঘে ঢাকা। মেঘে ঢাকা প্রকৃতির কারণেই এমন নামকরণ করা হয় গ্রহটির।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- খ্যাতির বিড়ম্বনা
- ভারত