সোনামসজিদ স্থলবন্দরে এক মাস পর পাথর আমদানি শুরু
এনটিভি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩৫
এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বন্দর দিয়ে চার ট্রাক পাথর এলেও আজ বুধবার থেকে পুরোদমে শুরু হয়েছে পাথর আমদানি। আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড হঠাৎ করে মাশুল বাড়িয়ে দেয়। ভারতের মহদিপুর স্থলবন্দরের রপ্তানিকারকদের পাথরের দাম অস্বাভাবিক বাড়ানোর কারণে গত ১৭ নভেম্বর থেকে পাথর আমদানি বন্ধ করে দেয় আমদানিকারকরা। ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে আলোচনার পর পাথরের সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণে ঐকমত্য হয়। এরপর সোনামসজিদ স